বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ১০:২০ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ শক্রবার রাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নুনদহব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কালুগাড়ী বাসুপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মাহাবুব মিয়া(২৫), একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শুকুর উদ্দিনের ছেলে আব্দুল করিম(৫৫), একই ইউনিয়নের সুন্দইল গ্রামের তালেব আলী ছেলে ভুট্টা মিয়া(৪০)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মোটর সাইকেল চালক মাহবুব মিয়া বালুয়া বাজার থেকে করিম ও ভুট্টুকে নিয়ে একই মোটর সাইকেলে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে জামালপুর বাজারের দিকে যাচ্ছিল। তারা রাত ৯ টার দিকে মহাসড়কের চন্ডিপুর নুনদহব্রিজ এলাকায় সড়কের পশ্চিমপাশ থেকে পূর্ব পাশে পারাপার হচ্ছিল। এসময় নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামি পায়েল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে সজোরে চাঁপা দেয়। এতে মোটর সাইকেলটি ছিটকে বাসের নীচে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনবন্ধু নিহত হয়। তবে বাসের যাত্রীদের ক্ষতি হয়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও মোটর সাইকেলটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর