
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: বেপজা কর্তৃক কৃষি জমিতে শিল্প কলকারখানা স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং গোবিন্দগঞ্জ থানা ফটকে অবস্থান কর্মসূচীর পালন করা হয়েছে।
আজ বেলা সাড়ে ১২টায় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা মোড়ে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি বার্নাবাস টুডু, সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম, সাংগঠানিক সম্পাদক রাফায়েল হাঁসদা, উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক ওহেদুন্নবী মিলন, আদিবাসী গবেষণা পরিষদের নেতা প্রফেসর নজুরুল ইসলাম, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ অন্যরা।
সমাবেশে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফুরুলসহ অন্যান্য নেতৃবৃন্দের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে প্রায় ৩০ মিনিট থানা ফটকে অবস্থান নেয়। এসময় দিনাজপুর গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবস্থান কর্মসূচী প্রত্যাহার করা হয়। এর আগে প্রবল বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে প্রায় ৮ কিলোমিটার পথ হেঁটে সাহেবগঞ্জ থেকে গোবিন্দগঞ্জ শহরে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে সাঁওতাল নারী-পুরুষ।