বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্তঃসত্ত্বা নুসরাত ও যশ একসঙ্গে সময় কাটাচ্ছেন !

নিজস্ব প্রতিবেদক / ১২৬ বার পঠিত
প্রকাশের সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১, ১১:১৭ অপরাহ্ন

খোঁজ খবর বিনোদন: অন্তঃসত্ত্বা অভিনেত্রী ও সাংসদ নুসরাত এবং যশ একসঙ্গে সময় কাটাচ্ছেন ! বেবি বাম্পের ছবি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সন্তানের বাবা কে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। চলছে জোর চর্চা। তবে তাতে কান নিতে নারাজ অভিনেত্রী-সাংসদ।

বাঁকা কথা অগ্রাহ্য করে কীভাবে নিজের গতিতে জীবন চালাতে হয়, তা দেখিয়ে দিয়েছেন নুসরাত। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নজর রাখলে রোজই নতুন কিছু না কিছু দেখা যায়। আর এবার নুসরাত এবং যশের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা দু’টি ছবি নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা। অনেকের দাবি ছবি দু’টির ব্যাকগ্রাউন্ড হুবহু এক। শুধু তাই নয়, নুসরত-যশের পোশাকের রঙের ক্ষেত্রেও মিল রয়েছে বিস্তর।

নুসরত ও যশ দুই জনই দু’টি করে ছবি শেয়ার করেছেন। দু’টি ছবিই সবুজের মাঝে তোলা তা স্পষ্ট। এছাড়াও আশ্চর্যজনকভাবে ছবি দু’টিতে একটি সাদা রঙের থাম দেখা গিয়েছে।

আর দু’জনে পোশাক পরেছেন নীল রঙের। অনেকে বলছেন, একই জায়গায় ছবি দু’টি তোলা হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় হবু মায়ের মন ফুরফুরে থাকা অত্যন্ত প্রয়োজন। তাই কী সপ্তাহান্তে একসঙ্গে সময় কাটাচ্ছেন যশ-নুসরত? একই ব্যাকগ্রাউন্ডে দু’জনের ছবি সামনে আসার পর থেকে সে প্রশ্ন ক্রমশ জোরাল হচ্ছে। তবে এ বিষয়ে যশ কিংবা নুসরত কেউই একটি বাক্যও খরচ করেননি।

এর আগে তুরস্কে চোখধাঁধানো নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরাত। ভাইরাল হয়ে যায় তার বিয়ের একাধিক ছবি ও ভিডিও। যদিও সম্পর্ক নিয়ে টানাপোড়েনের মাঝে বিবৃতি দিয়ে তৃণমূল সাংসদ নুসরাত দাবি করেন, তিনি ব্যবসায়ী নিখিলকে বিয়ে করেননি। তারা লিভ ইন করেছিলেন।

প্রশ্ন উঠছে, তাহলে কেন মৌলবাদীদের আক্রমণ সহ্য করে শাখাঁ, সিঁদুর পরতেন তিনি। এরই মাঝে সামনে আসে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। নিখিল স্পষ্ট জানিয়েছেন, তারা বেশ কয়েকমাস একসঙ্গে থাকছেন না। তাই এই সন্তান তাদের দু’জনের নয়।

নিখিল-নুসরাতের দাম্পত্য সম্পর্কের অবনতির কারণ হিসাবে যশকেই দায়ী করেন অনেকেই। শোনা যায়, এসওএস কলকাতা ছবির শুটিংয়ের সময় থেকে যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে নুসরাতের। যদিও সে ব্যাপারে যশ এবং নুসরত উভয়েই মুখে কুলুপ এঁটেছে।

এদিকে, নুসরাতের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিনকয়েক আগে একটি সারমেয়র ছবি দেখা যায়। যেটি যশের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দেখা গিয়েছিল। তাই যশ এবং নুসরতের একই বাড়িতে থাকার জল্পনা মাথাচাড়া দেয়। আর এবার একই ব্যাকগ্রাউন্ডে দু’জনের ছবি দেখে অনেকেরই দাবি, সপ্তাহান্তে একসঙ্গে সবুজের মাঝে সময় কাটাচ্ছেন বিতর্কিত এই অভিনেতা-অভিনেত্রী।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর