
আব্দুস সালাম রুবেল, বিশেষ প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় নয়ন (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে আশুলিয়ার ভাদাইলের দক্ষিনপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাদা আদায় করতো বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরিরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে ওই এলাকায় মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) রিজাউল হক দীপু বলেন, নিহত নয়ন দুষ্টু লোক ছিল। সে পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাদা আদায় করতো। এলাকার লোক তাকে ফর্মা বলে চেনেন। তবে থানা পুলিশের কোন অফিসারের সাথে সে সম্পৃক্ত ছিলো না। কাজেই তাকে সোর্স বলা যাবে না।
প্রাথমিকভাবে নিহতের নাম জানা গেছে, অল্প সময়ের মধ্যে তার বিস্তারিত পরিচয় জানা যাবে।