স্টাফ রিপোর্টারঃ জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় গাইবান্ধা গণপূর্ত বিভাগ আজ বিকেলে গরিব অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তাদের এক দিনের বেতন কর্তন করে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার হিসেবে এই সহায়তা প্রদান করা হয়। ১০০ অসহায় কর্মহীন মানুষকে উপহার হিসেবে ১০ কেজি চাউল, এক লিটার সোয়াবিন তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি আলু, এক কেজি পিঁয়াজ, এক কেজি লবন, সাবান ১টা ও মাক্স ৫ টা প্রদান করা হয়।
গাইবান্ধা গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলীর অফিস চত্বরে খাদ্য বিতরণ অনষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবিল আয়াম, উপ বিভাগীয় প্রকৌশলী(সিভিল) মোঃ শাহিদুজ্জামান, উপ বিভাগীয় প্রকৌশলী(ই/এম) মোঃ শহিদুর রহমান সরকার, সহকারী প্রকৌশলীর ইব্রাহীম খলীল, উপ-সহকারী প্রকৌশলী মোঃ গাউছে আজম, আব্দুল্লাহ আল মামুন, রোকনুজ্জামান সরকার, মোকছেদুল ইসলাম, বিনা রানীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানটি গণপূর্ত অধিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ও প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার সরাসরি ভিডিও কনফারিন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
এর আগে সকালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবিল আয়ামের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বাদ জোহর গণপূর্ত জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।