শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

আমদানির খবরে হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার পঠিত
প্রকাশের সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১, ২:৫২ অপরাহ্ন

হিলি প্রতিনিধিঃ ভারত থেকে আমদানির খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা ও পাইকারী বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। দুই দিনের ব্যবধানে ব্যবধানে কেজি প্রতি কমেছে ৫০ টাকা। গত দুই দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হতো ১৬০ টাকায়, আজ সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১১০ টাকা। দাম কমার কারন হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ার কথা রয়েছে। সেই জন্য গত দুই দিন থেকে হিলির খুচরা ও পাইকারী বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। কম দামে কিনে কম দামে বিক্রি করছেন তারা। কাঁচা মরিচ কিনতে আসা আরিফুল ইসলাম জানান, গত সপ্তাহে কাঁচা মরিচ কিনলাম ১৬০ টাকা কেজি। আজ ১১০ টাকা কেজি। দাম কেজি প্রতি ৫০ টাকা কমেছে। সেই জন্য একটু বেশি করে কিনলাম।
খাবার হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান জানান, কাঁচা মরিচের দাম হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারনে আমাদের হোটেল ব্যবসায়ীদের বিপাকে পরতে হয়। গত দুই দিন থেকে অনেকটাই দাম কমেছে। তবে প্রায় দাম কম বেশি হওয়ার কারনে সাধারন ক্রেতাদের বিপাকে পরতে হয়। নিয়মিত বাজার মনিটরিং করা দরকার বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানান, দেশে হঠাৎ করে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ার কারনে দাম বেড়ে বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা ভারত থেকে মরিচ আমদানি করার প্রস্তুতি নিয়েছি। ভারতে মরিচের দাম অনেকটা কম। এই মরিচ দেশের বাজারে আসলে দাম কমে আসবে। ইতোমধ্যে মরিচ আমদানির জন্য সরকার ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়ায় বিভিন্ন আমদানিকারক আইপি পেয়েছেন।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর