বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধা জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে লিকুইড অক্সিজেন সংযোজিত

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ বার পঠিত
প্রকাশের সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৮:৪৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতি সংকট নিরসনে জরুরী অক্সিজেন ব্যবস্থার উন্নয়নে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে লিকুইড অক্সিজেন সংযোজিত করা হয়েছে। এতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেন সমস্যার বিরাজমান সংকট নিরসন হবে এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সাধিত হবে।

হাসপাতাল সুত্রে জানা গেছে, গাইবান্ধায় করোনা পরিস্থিতি অবনতির পর থেকেই গাইবান্ধা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সুত্র জানায়, স্বাস্থ্য প্রকৌশল অধিদধরের অধীনে গাইবান্ধা জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়। এই প্লান থেকে ১৯৫টি শয্যায় অক্সিজেন সরবরাহ করা যাবে। এতে ব্যয় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ টাকা। এক্সপেকট্রা নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় অক্সিজেন প্লান নির্মাণ ও স্থাপনের কাজ করে। গাইবান্ধা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. এরশাদুল হক বলেন, চলতি বছরের জুন মাসের প্রথম দিকে এটি জেনারেল হাসপাতালের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতাল সুত্র জানায়, ২০০ শয্যার এই হাসপাতাল চত্বরে অক্সিজেন প্লানের পাশে নির্মিত হয় নিয়ন্ত্রণ কক্ষ। এই মুল প্লান্ট থেকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ লাইন নিয়ে যাওয়া হয়। নিচতলা ও দোতলার পুরুষ ও মহিলা ওয়ার্ডে ১৯৪টি শয্যার পাশের দেয়ালে অক্সিজেন সংযোগ দেওয়া হয়।

গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. হারুন-অর রশিদ বলেন, বর্তমানে জেলা সদর হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য ২০টি বেড রাখা রয়েছে। এদিকে অক্সিজেন ইউনিট চালু হওয়ার পর করোনা রোগীদের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে অক্সিজেনের যে সংকট সৃষ্টি হচ্ছিল সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে লিকুইড অক্সিজেন সংযোজিত করার ফলে সে সংকট নিরসন হয়েছে। ফলে করোনা রোগী ছাড়াও পুরুষ ও মহিলা ওয়ার্ডে ১৯৪টি শয্যায় শ্বাস কষ্ট, হাপানীসহ অক্সিজেন সংক্রান্ত জটিলতায় ভোগা রোগীরা দ্রুত চিকিৎসার সুযোগ পাচ্ছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর