
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার নাকাই ইউনিয়নের ডুমুরগাছ গ্রামে ওই দুই শিশুর মৃত্যু হয়। তারা ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে রবিউল (৫) এবং আইয়ুব আলীর ছেলে সফিউল (৫)।
নিহত শিশুদের স্বজনরা জানান, প্রতিবেশী শিশু রবিউল ও সফিরুল বাড়ীর পাশে উঠানে খেলাধুলা করছিলো। খেলাধুলার একপর্যায়ে বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তাদের উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খূঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার আগে
বাড়ীর পাশে ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে ডোবার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের দেখতে শতশত মানুষের ভীর জমে।
নাকাই ইউনিয়নের বাসিন্দা গাইবান্ধা জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান আজাদ দুই শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।