রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

তথ্য ছাড়া করোনা সংক্রান্ত কোন সংবাদ গনমাধ্যমে প্রচারিত না করার আহবান।-অনলাইন প্রশিক্ষণে বক্তারা

নিজস্ব প্রতিবেদক / ২১৬ বার পঠিত
প্রকাশের সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১, ৯:২০ অপরাহ্ন

কুমিল্লা প্রতিনিধিঃ তথ্য ছাড়া করোনা সংক্রান্ত কোন সংবাদ গনমাধ্যমে প্রচারিত না হয় সে ব্যাপারে সাংবাদিকদেরকে আরো বেশি যত্নশীল হতে হবে। অনেক বেশি সতর্ক থাকতে হবে কাভিড-১৯ বিষয়ে সংবাদ প্রচারে। জনসাধারণের কাছে স্পষ্টভাবে নির্ভরযোগ্য তথ্য পৌঁছানো সাংবাদিকদের প্রধান দায়িত্ব।

আজ শনিবার অনলাইনে জুম সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। চট্রগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ফেনী জেলার অর্ধশতাধিক কর্মরত সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের ৮ বিভাগের ৫০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষন দেয়ার কর্মসূচী গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনে চট্রগ্রাম বিভাগের তিন জেলায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।

কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করছেন উজ্জীবন বাংলাদেশ এর চীফ অব পার্টি ডা: কাজি ফয়সাল মাহমুদ ও সমন্বয় করছেন আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্বাবধানে প্রকল্পটি সমন্বয় করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফি।

প্রশিক্ষণ কর্মশালায় দায়িত্বশীল সাংবাদিকতা, কোভিড-১৯ এর উপসর্গ, রোগ নির্ণয়ের পদ্ধতি, কোভিড সম্পর্কে মিথস বা গুজব, ভ্যাকসিনের ব্যবহার সহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় অন্যাদের মধ্যে উজ্জীবনের টেকনিক্যাল এ্যাডভাইজার ডা. তাজকেরা নুর লিপি, জাতীয় প্রেসক্লাবে নির্বাহী পরিষদের সদস্য সিনিয়র সাংবাদিক শাহানাজ পলি, ফেনীর সিনিয়র সাংবাদিক আবু তাহের, আতাউর সজল, কুমিল্লার সাইয়িদ মোহাম্মদ পারভেজ, আবদুল মোতালেব, মো. জালাল উদ্দিন, নোয়াখালীর আবু নাসের মনজু, আকবর হোসেন সোহাগ ও সুমন ভৌমিক প্রমুখ আলোচনায় অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর