
হিলি প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাবগঞ্জ উপজেলার হলরুমে ২৩ জন রোগীকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারসহ অনেকেই।