রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

সমাজে আনসার ভিডিপির অবদান কোনভাবেই ভুলে যাওয়ার মতো না: সাভার উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ বার পঠিত
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৭:১১ অপরাহ্ন

সাভার (ঢাকা) সংবাদদাতাঃ সাভার উপজেলা আনসার ভিডিপি বাহিনীর বাৎসরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় সাভার উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৪ টায় শেষ হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি ঢাকা জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম।

প্রধান অতিথি আনসার ও ভিডিপি ঢাকা জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন তার বক্তব্যে সাভার উপজেলা আনসার ভিডিপি সদস্য সদস্যাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এবং তিনি বলেন, সমাজে আনসার ভিডিপির অবদান কোনভাবেই ভুলে যাওয়ার মতো না।

উক্ত মতবিনিময় সভায় সাভার উপজেলা আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ২টি বাই সাইকেল ১টি সেলাই মেশিন ৪টি বড় ছাতা সহ বিভিন্ন রকম উপহার প্রদান করা হয়।

এ সময় বিশেষ অতিথি সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ও সাভার মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, তাদের বক্তব্যে আনসার ও ভি,ডি,পি কে সাভার উপজেলা সহ সারা বাংলাদেশে সরকার প্রদত্ত বিভিন্ন কর্মসূচি সফলতার সাথে পালন ও সারাদেশে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় প্রশংসা করেন।

মতবিনিময় সভা শেষে প্রধান অথিতি বিশেষ অতীতে বৃন্দকে বাহিনীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং বিশেষ অতিথিগনের হাত থেকে প্রধান অতিথি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর