
স্পোর্সস রিপোর্ট: গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত “ফোর স্টার ব্রিকস্ টি-২০ পাইওনিয়ার ক্রিকেট লীগ স্থানীয় শাহ্ আব্দুল হামিদ ষ্টেডিয়ামে অনুষ্ঠানরত গতকাল রোববারের প্রথম খেলায় অগ্রগামী ক্রীড়া সংঘ ৬৪ রানে জুনিয়র ক্রিকেট ক্লাবকে এবং দ্বিতীয় খেলায় আলোকিত বাংলা ক্লাব ৬ উইকেটে গাইবান্ধা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আজ সোমবারের ১ম খেলায় গাইবান্ধা ক্রিকেট একাডেমি ও ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি এবং ২য় খেলায় মারুফ স্মৃতি সংঘ ও সেবক সমবায় সমিতি দল অংশ নেবে।