মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ৭ জুন, ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির ফলে খুচরা ও পাইকারী বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুইদিনের ব্যবধানে প্রকারভেদে কমেছে ৭ থেকে ১৪ টাকা। ভারতীয় পেঁয়াজ গত দুই দিন আগে বিক্রি হয়েছে প্রকারভেদে ৪৫ থেকে ৪৮ টাকায় আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৪ টাকা কেজি। দেশীয় পেঁয়াজ বিক্রি হয়েছে প্রকারভেদে ৫০ থেকে ৫২ টাকায়। আজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৬ টাকায়।

ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজ আসার কারনে হিলি স্থলবন্দর এলাকায় কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। আমদানি বেশি হলে দাম আরো কমতে পারে।

পেঁয়াজ কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, হঠাৎ করে পেঁয়াজের দাম কমে আবার বৃদ্ধি হয়। এতে করে সাধারন দিনমুজুর মানুষের জন্য অনেক কষ্টের বিষয় হয়ে দাড়াই। বাজার নিয়মিত মনিটরিং করা হলে পেঁয়াজসহ সব ধরনের পণ্যের বাজার নিয়ন্ত্রনে থাকবে বলেও জানান তারা।

হিলি কাস্টমসের তথ্য মতে গত দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ১৩ ট্রাকে ৩০৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর