দিনাজপুর প্রতিনিধি: প্রথম আলো‘র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাকে কারা মুক্তির দাবিতে মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দিনাজপুরের স্থানীয় সাংবাদিকরা।
১৯ মে বুধবার দুপুরে দিনাজপুরের প্রেস ক্লাব আয়োজিত ঘন্টাব্যাপি মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক এবং পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা।
পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামকে সচিবালয়ের একটি কক্ষে পাঁচ ঘণ্টা ধরে আটকে রেখে নির্যাতন এবং রাত ১২টার দিকে শাহবাগ থানায় হস্তান্তর এবং মিথ্যা মামলা দায়েরের ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা। এ ধরনের ঘটনায় স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকিস্বরূপ বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি স্বারুপ বক্সী বাচ্চু, সাধারন সম্পাদক সুব্রত মজুদার ডলার, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কামরুল হুদা হেলাল, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ, ডিবিসি টিভির প্রতিনিধি মোর্শেদুর রহমান এশিয়ান টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম ফুলাল, দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুর রাজ্জাক প্রমুখ।