সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

হিলি স্থলবন্দর দিয়ে ফিরলেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ বার পঠিত
প্রকাশের সময়: বুধবার, ১৯ মে, ২০২১, ৪:১৩ অপরাহ্ন
ভারতে আটকেপড়া বাংলাদেশিরা হিলি স্থলবন্দর দিয়ে ফিরলেন

হিলি প্রতিনিধি: তিনদিন অপেক্ষার পর অবশেষে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং করোনার নেগেটিভ সনদ নিয়ে আজ বুধবার দুপুরে তারা দেশে প্রবেশ করেন। এসময় ইমিগ্রেশন, কাষ্টমস এবং স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের স্থানীয় ৩টি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সেখানে নিজ খরচে অবস্থান করবেন।

হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, ভারত থেকে আসা সকল যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে আটকা পড়েন। আজ বুধবার প্রথম দিনে দুপুর ৩টা পর্যন্ত ভারত থেকে ১৪ জন পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। এছাড়াও ২২ জন আসার অপেক্ষায় রয়েছে। তারা যদি আজকে না আসতে পারেন তবে আগামীকাল আসবেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- আলম জানান, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে শুরু করেছে। আজ বুধবার দুপুরে ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্টযাত্রী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং ৭২ ঘন্টার মধ্যে করোনার সনদ নিয়ে হিলি চেকপোস্ট দিয়ে দেশে আসেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার পুরোপুরি বন্ধ ছিল।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর