সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে ফিরলেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ১৯৩ Time View

ভারতে আটকেপড়া বাংলাদেশিরা হিলি স্থলবন্দর দিয়ে ফিরলেন

হিলি প্রতিনিধি: তিনদিন অপেক্ষার পর অবশেষে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং করোনার নেগেটিভ সনদ নিয়ে আজ বুধবার দুপুরে তারা দেশে প্রবেশ করেন। এসময় ইমিগ্রেশন, কাষ্টমস এবং স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের স্থানীয় ৩টি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সেখানে নিজ খরচে অবস্থান করবেন।

হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, ভারত থেকে আসা সকল যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে আটকা পড়েন। আজ বুধবার প্রথম দিনে দুপুর ৩টা পর্যন্ত ভারত থেকে ১৪ জন পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। এছাড়াও ২২ জন আসার অপেক্ষায় রয়েছে। তারা যদি আজকে না আসতে পারেন তবে আগামীকাল আসবেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- আলম জানান, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে শুরু করেছে। আজ বুধবার দুপুরে ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্টযাত্রী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং ৭২ ঘন্টার মধ্যে করোনার সনদ নিয়ে হিলি চেকপোস্ট দিয়ে দেশে আসেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার পুরোপুরি বন্ধ ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD ZANNATUL FERDOUSH

NEWS PURPOSE

এবার আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন ২ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

হিলি স্থলবন্দর দিয়ে ফিরলেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

Update Time : ০৪:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১

হিলি প্রতিনিধি: তিনদিন অপেক্ষার পর অবশেষে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং করোনার নেগেটিভ সনদ নিয়ে আজ বুধবার দুপুরে তারা দেশে প্রবেশ করেন। এসময় ইমিগ্রেশন, কাষ্টমস এবং স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের স্থানীয় ৩টি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সেখানে নিজ খরচে অবস্থান করবেন।

হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান, ভারত থেকে আসা সকল যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে আটকা পড়েন। আজ বুধবার প্রথম দিনে দুপুর ৩টা পর্যন্ত ভারত থেকে ১৪ জন পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। এছাড়াও ২২ জন আসার অপেক্ষায় রয়েছে। তারা যদি আজকে না আসতে পারেন তবে আগামীকাল আসবেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- আলম জানান, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে শুরু করেছে। আজ বুধবার দুপুরে ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্টযাত্রী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং ৭২ ঘন্টার মধ্যে করোনার সনদ নিয়ে হিলি চেকপোস্ট দিয়ে দেশে আসেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার পুরোপুরি বন্ধ ছিল।