সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

তিন রানের আক্ষেপ আমার সারা জীবন থাকবে-গৌতম গম্ভীর

নিজস্ব প্রতিবেদক / ১৩২ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ৯:৫২ অপরাহ্ন

খোঁজ খবর ডেস্ক: ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি হাতছাড়া হওয়ার জন্য তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেই দোষ দিচ্ছেন গৌতম গম্ভীর। শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ২৭৪ রান তাড়া করতে নেমে শুরুতেই বীরেন্দ্র শেহবাগ এবং শচীন তেন্ডুলকারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময়ে হাল ধরেন গম্ভীর। বিরাট কোহলি আউট হওয়ার পর ধোনির সঙ্গে জুটি বেঁধে ১০৯ রান করেন।

সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরির ঠিক কাছেই ছিলেন গম্ভীর। শতরানের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ৩ রান প্রয়োজন ছিল গম্ভীরের। সেই সময়ে থিপেরা পেরেরার শিকার হয়ে সাজঘরে ফেরেন গম্ভীর।

সেদিন সেঞ্চুরি মিস করা প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন, ৯৭ রানে পৌঁছানোর আগে ব্যক্তিগত রান নিয়ে আমি মাথা ঘামাইনি। শ্রীলংকার রান তাড়া করা কীভাবে সম্ভব, তা নিয়েই চিন্তা-ভাবনা করছিলাম। একটা ওভারের পরে ধোনি এগিয়ে এসে আমাকে বলল, আর তিন রান করলেই সেঞ্চুরি হবে। সেটা শুনেই আমার ফোকাস নষ্ট হয়ে গিয়েছিল।

গম্ভীর আরও বলেন, ব্যক্তিগত রান নিয়ে চিন্তা করলেই রক্তের গতিবেগ বেড়ে যায়। ভুল-ভ্রান্তি বেশি হয়। তখন দলের টার্গেট নিয়ে চিন্তা-ভাবনা করলে হয়ত সেদিন সেঞ্চুরি হতো। প্যাভিলিয়নে ফেরার সময়েই বুঝে গিয়েছিলাম, এই তিন রানের আক্ষেপ আমার সারা জীবন থাকবে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর