
সুন্দরগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমের চাল ক্রয় উদ্বোধন করা হয়। বুধবার বিকেলে চাল ক্রয়ে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই- মাহমুদ, উপজেলা খাদ্য কর্মকর্তা তহিদুল্লাহ ইসলাম, সাংবাদিক হাবিবুর রহমান হবি, বামনডাঙ্গা খাদ্য গুদামের কর্মকর্তা মোঃজোবেদ আলী ও স্থানীয় সুধীবৃন্দ। উদ্বোধনী দিনে নাহিদ রাইস মিল ১২ মেট্রিকটন চাল গুদামে সরবরাহ করেন।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা জানান, চলতি বছর বোরো মৌসুমে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ও সুন্দরগঞ্জ খাদ্য গুদামে ১ হাজার ৭৮০ মেট্রিকটন চাল ও ৩ হাজার ৮৬৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। ধান ক্রয় করা হবে সরাসরি কৃষকের কাছ থেকে এবং চাল ক্রয় করা হবে মিলারদের কাছ থেকে।