রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

হিলিতে ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ১২:৫৯ অপরাহ্ন
ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ী

হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে ১৭৭ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কারসহ ৩ জন নারী ও ২ জন পুরুষ ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ। শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২ দিকে উপজেলার হরিহরপুর এলাকা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ভানু ওরফে বানু বেওয়া (৬২) স্বামী-মৃত জেকের আলী, রাজিয়া সুলতানা (৬০) স্বামী-মৃত সিরাজ সরদার, মাজেদা বেগম (৩২) স্বামী-সোহেল রানা, মাসুদ রানা (৩৮) পিতা- খান সাত্তার উভয়ের ঠিকানা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়ায়। গাড়ীর ড্রাইভার দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ছিমর গ্রামের মৃত আবু বক্করের ছেলে আবু সাঈদ (২৪)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, হাকিমপুর উপজেলার হরিহরপুর নামক এলাকায় সন্দেহ জনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করলে প্রাইভেট কারে থাকা যাত্রীর শরীরের সাথে বিশেষ কায়দায় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করার সময় তাদের কাছ থেকে ১৭৭ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর