শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

জনগনের প্রত্যাশা পুরণে সাপ্তাহিক গণপ্রহরী বলিষ্ট নির্ভীক ভূমিকা পালন করেছে

নিজস্ব প্রতিবেদক / ৪৭০ বার পঠিত
প্রকাশের সময়: শনিবার, ১ মে, ২০২১, ৩:১৩ অপরাহ্ন

খোঁজ খবর রিপোর্টঃ গাইবান্ধার প্রথম সাপ্তাহিক পত্রিকা “সাপ্তাহিক গনপ্রহরী”র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য বিধি মেনে পত্রিকার প্রধান সম্পাদক এসকে মজিদ মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রবীন সাংবাদিক গোবিন্দলাল দাস। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিটের দায়িত্ব প্রাপ্ত কমান্ডার ওয়াশিকার ইকবাল মাজু, সদর উপজেলা কমান্ডার আলী আকবর মিয়া, চেম্বারের সাবেক সভাপতি মাকছুদার রহমান শাহান, গাইবান্ধা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম।

প্রতিষ্ঠা বার্ষিকী সভায় বক্তব্য রাখেন, গনপ্রহরীর সম্পাদক ফাতেমা মজিদ, সাবেক নির্বাহী সম্পাদক ও করতোয়া জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, গণপ্রহরীর সাবেক প্রধান সহকারী সম্পাদক ও বিটিভি গাইবান্ধা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক জনসংকেত প্রত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, সাবেক বার্তা সম্পাদক শামিম উল হক শাহীন, সাবেক নির্বাহী সম্পাদক ফেরদৌস জুয়েল, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বদরুল আলম বাবু, বিশিষ্ট সমাজ সেবক এসএম মাহবুব উল হক ভানু, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাংবাদিক উত্তম কুমার সরকার।

বক্তারা বলেন,জনগনের আশা আকাংখা ও প্রত্যাশা পুরণে বিগত দিনে সাপ্তাহিক গণপ্রহরী বলিষ্ট নির্ভীক ভূমিকা পালন করেছে। আগামীতেও সেই ভূমিকা অব্যাহত থাকবে। বক্তারা অবিলম্বে গাইবান্ধা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ফুছড়ির বালাসী থেকে  দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে ট্যানেল নির্মাণ, রেল যোগাযোগ উন্নয়নের মাধ্যমে গাইবান্ধা বগুড়া সারিয়াকান্দি হয়ে সিরাজগঞ্জের যমুনা সেতু পর্যন্ত রেলপথ নির্মাণ, গাইবান্ধার বালাসীঘাটে অথবা নিকটবর্তী জায়গায় পর্যটন কেন্দ্র স্থাপন ও জ্বালানি তেলে ভাসমান ডিপো পুনরায় চালু এবং গোবিন্দগঞ্জে অর্থনৈতিক জোন দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানানো হয়। বক্তারা গাইবান্ধার উন্নয়নে সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভাবে বলিষ্ট ভূমিকা পালন করার আহবান জানান।

সভায় করোনা কালীন সময়ে সকল সাংবাদিককে প্রনোদনা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়া করোনা নিয়ন্ত্রনে স্বাস্থ্য বিধি মেনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানানো হয়।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর