রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

আজ মহান মে দিবস

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার পঠিত
প্রকাশের সময়: শনিবার, ১ মে, ২০২১, ১:০৪ পূর্বাহ্ন

 খোঁজ খবর রিপোর্টঃ আজ ১ মে। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে স্বীকৃত মহান মে দিবস। তবে দিবসটি পালন উপলক্ষে করোনাভাইরাস মোকাবিলায় সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে গত বছরের মত এবছরও সব আনুষ্ঠানিকতা বাতিল করেছে শ্রম মন্ত্রণালয়। তবে দেশের বামপন্থী শ্রমিক সংগঠনগুলো তোপখানা রোড, পল্টন প্রেসক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সমাবেশ করবে বলে জানিয়েছে। এ ছাড়া সারাদেশে সংক্ষিপ্ত আকারে তারা দিবসটি পালন করবে।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য তাদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বেমে দিবসহিসেবে পালন হয়ে আসছে। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেবেন। এছাড়া কয়েকটি জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

শুক্রবার (৩০ এপ্রিল) শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। তবে বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় ভাইরাসের সংক্রমণরোধে সরকারি স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে এবছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রের মূল অনুষ্ঠানসহ সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

এদিকে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মে দিবস উপলক্ষে সংক্ষিপ্ত কিছু সমাবেশ পালন করা হবে বলে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ কেন্দ্রিয় কমিটির নেতা বজলুর রশীদ ফিরোজ।

তিনি বলেন, করোনা মহামারির কারণে বাম দলগুলো তেমন অনুষ্ঠানপালন না করলেও বাম পন্থী শ্রমিক সংগঠনগুলো মে দিবসের শ্রমিকদের দাবি দাওয়া আদায়ে পল্টনতোপখানা রোড প্রেসক্লঅবের সানে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শ্রমিক বঞ্চনা, শ্রমিকদের নায্য দাবি আদয়ে শপথ নেবে। এবং আইএলও কনভেনশন অনুযায়ী দাবি আদায়ে শ্রমিকদের আন্দোলন সংগ্রাম জোরদার করার আহ্বান জানাবে। মে দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জিস্কপ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদস্কপ, গার্মেন্টস টিউসি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাতীয় শ্রমিক ফ্রন্টসহ বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠনগুলো আলাদা আলাদা সমাবেশের মাধ্যমে দাবি আদায়ের শপথে সমাবেশ মিছিল করবে বলে জানিয়েছে।

মহান মে দিবসের বাঁশখালী, রানা প্লাজা তাজরীনসহ সকল শ্রমিক হত্যাকাণ্ডের বিচার করা এবং জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা ঘোষণা করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শুক্রবার মহান মে দিবসের প্রাক্কালে বাংলাদেশের ৪৫ লক্ষ গার্মেন্ট শ্রমিকের লড়াই সংগ্রামের সংগঠনটি দেশের সকল শ্রমজীবীমেহনতি মানুষ সমাজের শ্রমিক দরদী জনতাকে বিপ্লবী অভিনন্দন জানিয়েছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর