সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় বৃষ্টি বিহীন কাল বৈশাখী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • ৭৫৭ Time View

গাইবান্ধা সরকারি বালক বিদ্যালয়ের বিশাল আকৃতির রেনট্রি গাছটি ঝড়ে উপড়ে পড়ে

খোঁজ খবর বিপোর্ট: গাইবান্ধায় বৃষ্টি বিহীন কালবৈশাখি ঝড়ে ভেঙে পড়া গাছ ও ডালের নিচে চাপা পড়ে আহত এক নারীসহ আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল শিশুসহ ১০ জনে। জেলা প্রশাসনের মিডিয়া সেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পাঠানো মৃত্যুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সর্বশেষ রোববার রাত ৯টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের আরজিনা খাতুন মারা যান।

এছাড়া আহত অবস্থায় মারা গেছেন সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের সরকারতারি গ্রামের জোসনা রাণী। মৃত ১০ জনের মধ্যে সদর উপজেলায় চারজন, পলাশবাড়ী উপজেলায় তিনজন, ফুলছড়ি উপজেলায় দুইজন ও সুন্দরগঞ্জ উপজেলায় একজন।
মৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ধনধনি গ্রামের সাহারা বেগম, বাদিয়াখালি ইউনিয়নের সরকারতারি গ্রামের জোসনা রাণী, হরিনসিংহা তিনগাছের তল গ্রামের শিশু মনির মিয়া, আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামের আরজিনা ও পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামের জাহানারা বেগম, একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের গোফ্ফার মিয়া ও মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর গ্রামের মমতা বেগম, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের শিমুলি আকতার ও এরেন্ডাবাড়ি ইউনিয়নের ডাকাতিয়ার চর গ্রামের হাফেজ উদ্দিন এবং সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামেন ময়না বেগম।

গাইবান্ধার চার উপজেলায় শিশু ও নারীসহ ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

জেলা প্রশাসক আবদুল মতিন জানান, জেলার বিভিন্ন এলাকায় ঝড়ে গাছ ভেঙে ও চাপা পড়ে ঘটনাস্থল এবং আহত অবস্থায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্নস্থানে আহত হয়েছে অন্তত ২৫ জন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিভিন্ন এলাকাভিত্তিক ঝড়ো বাতাসে ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি প্রত্যেক মৃতের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়ছে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনিছুর রহমান জানান, ঝড়ে চারজনের মৃত্যু ও বিভিন্ন এলাকায় ছোট-বড় কাঁচা প্রায় ২ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে হতাহতের ঘটনা এবং ঘরবাড়িসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন পাঠানো হয়েছে।

রোববারের কালবৈশাখি ঝড়ে গাইবান্ধার চারটি উপজেলার ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক লাইন লণ্ডভণ্ড হয়ে যায়। সোমবার সকাল থেকে ক্ষতিগ্রস্তরা নিজ উদ্যোগে ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত কাজ শুরু করেছেন। যেসব গাছ ভেঙে রাস্তায় পড়েছিল, সেগুলো পরিষ্কার করছেন।

বৈদ্যুতিক লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় রোববার বিকেল ৩টা থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ১১টার দিকে জেলা শহরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। কিন্তু সোমবার বেলা ১১টা পযন্ত গাইবান্ধা শহরের মহিলা এতিমখানা এলাকায় সরবরাহ চালু হয়নি। পাশাপাশি জেলা শহরের আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। ফলে ফ্রিজজাত জিনিসপত্র নষ্ট হচ্ছে।

এ প্রসঙ্গে সকালে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নিবাহী প্রকৌশলী মো. আবদুল মোন্নাফ জানান, রোববার রাতে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। গ্রামাঞ্চলে মেরামত কাজ অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD ZANNATUL FERDOUSH

NEWS PURPOSE
Popular Post

গাইবান্ধায় বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে ইউপি সদস্য খুন

গাইবান্ধায় বৃষ্টি বিহীন কাল বৈশাখী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জন

Update Time : ১০:০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১

খোঁজ খবর বিপোর্ট: গাইবান্ধায় বৃষ্টি বিহীন কালবৈশাখি ঝড়ে ভেঙে পড়া গাছ ও ডালের নিচে চাপা পড়ে আহত এক নারীসহ আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল শিশুসহ ১০ জনে। জেলা প্রশাসনের মিডিয়া সেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পাঠানো মৃত্যুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সর্বশেষ রোববার রাত ৯টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের আরজিনা খাতুন মারা যান।

এছাড়া আহত অবস্থায় মারা গেছেন সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের সরকারতারি গ্রামের জোসনা রাণী। মৃত ১০ জনের মধ্যে সদর উপজেলায় চারজন, পলাশবাড়ী উপজেলায় তিনজন, ফুলছড়ি উপজেলায় দুইজন ও সুন্দরগঞ্জ উপজেলায় একজন।
মৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের ধনধনি গ্রামের সাহারা বেগম, বাদিয়াখালি ইউনিয়নের সরকারতারি গ্রামের জোসনা রাণী, হরিনসিংহা তিনগাছের তল গ্রামের শিশু মনির মিয়া, আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামের আরজিনা ও পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামের জাহানারা বেগম, একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের গোফ্ফার মিয়া ও মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর গ্রামের মমতা বেগম, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের শিমুলি আকতার ও এরেন্ডাবাড়ি ইউনিয়নের ডাকাতিয়ার চর গ্রামের হাফেজ উদ্দিন এবং সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামেন ময়না বেগম।

গাইবান্ধার চার উপজেলায় শিশু ও নারীসহ ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

জেলা প্রশাসক আবদুল মতিন জানান, জেলার বিভিন্ন এলাকায় ঝড়ে গাছ ভেঙে ও চাপা পড়ে ঘটনাস্থল এবং আহত অবস্থায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্নস্থানে আহত হয়েছে অন্তত ২৫ জন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিভিন্ন এলাকাভিত্তিক ঝড়ো বাতাসে ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি প্রত্যেক মৃতের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়ছে।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনিছুর রহমান জানান, ঝড়ে চারজনের মৃত্যু ও বিভিন্ন এলাকায় ছোট-বড় কাঁচা প্রায় ২ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে হতাহতের ঘটনা এবং ঘরবাড়িসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন পাঠানো হয়েছে।

রোববারের কালবৈশাখি ঝড়ে গাইবান্ধার চারটি উপজেলার ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক লাইন লণ্ডভণ্ড হয়ে যায়। সোমবার সকাল থেকে ক্ষতিগ্রস্তরা নিজ উদ্যোগে ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত কাজ শুরু করেছেন। যেসব গাছ ভেঙে রাস্তায় পড়েছিল, সেগুলো পরিষ্কার করছেন।

বৈদ্যুতিক লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় রোববার বিকেল ৩টা থেকে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত ১১টার দিকে জেলা শহরের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। কিন্তু সোমবার বেলা ১১টা পযন্ত গাইবান্ধা শহরের মহিলা এতিমখানা এলাকায় সরবরাহ চালু হয়নি। পাশাপাশি জেলা শহরের আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু হয়নি। ফলে ফ্রিজজাত জিনিসপত্র নষ্ট হচ্ছে।

এ প্রসঙ্গে সকালে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ এর নিবাহী প্রকৌশলী মো. আবদুল মোন্নাফ জানান, রোববার রাতে শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। গ্রামাঞ্চলে মেরামত কাজ অব্যাহত রয়েছে।