খোঁজ খবর ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তর এক জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত হারে বাড়ছে এবং এ মুহূর্তে অন্তত ২৯টি জেলা করোনার উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এসব জেলার মধ্যে রয়েছে- ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, মাদারীপুর, নওগাঁ, রাজশাহী ইত্যাদি।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত কিছুদিন ধরে বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ছে এবং সংক্রমণের মাত্রা খুব দ্রুত বাড়ছে।
তিনি বলেন, মার্চের ১৩ তারিখে সংক্রমণের মাত্রা উচ্চ ছিল ৬টি জেলায়, ২০ তারিখে দেখা গেছে ২০টি জেলা ঝুঁকিতে আছে। আর মার্চের ২৪ তারিখে দেখা গেছে করোনা সংক্রমণের হার উচ্চ এমন জেলার সংখ্যা ২৯টি। ফলে বোঝাই যাচ্ছে, সংক্রমণের হার দ্রুত বাড়ছে।
সংবাদ সম্মেলনে প্রত্যেক জেলার হাসপাতালে অক্সিজেনের সুবিধা এবং অন্যান্য চিকিৎসা সুবিধা পর্যাপ্ত রয়েছে বলে দাবি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র) ডা. নাজমুল হক গণমাধ্যমকে বলেন, সংক্রমণের হার বিবেচনা করে স্থানীয় প্রশাসন স্পষ্ট নির্দেশনা দেবে এবং কোনও এলাকা লকডাউন করা প্রয়োজন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে বাংলাদেশে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আর এ সময়ের মধ্যে ৪৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।