শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

দেরিতে হলেও সোনালী ব্যাংক লিমিটেডের Sonali eWallet ও Sonali eSheba এ্যাপস চালু

নিজস্ব প্রতিবেদক / ৮৩৬ বার পঠিত
প্রকাশের সময়: রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৬:২১ অপরাহ্ন

খোঁজ খবর রিপোর্ট: দেরিতে হলেও সোনালী ব্যাংক লিমিটেড Sonali eWallet ও Sonali eSheba নামে দুইটি মোবাইল এ্যাপস চালু করেছে। গুগল প্লে-স্টোর থেকে এ্যাপস দুইটি সহজেই ডাউনলোড করা যাবে। এখন থেকে সোনালী ব্যাংকে একাউন্ট খোলার জন্য কোন ব্যাংকের শাখায় যেতে হবে না। ঘরে বসে আপনি মোইলে Sonali eSheba নামে এ্যাপস দিয়ে নিজের একাউন্ট খুলতে পারবেন। এ ছাড়া যাদের একাউন্ট আগে থেকে আছে তারা Sonali eWallet এ্যাপস দিয়ে নিজের একাউন্ট থেকে যে কোন বানিজ্যিক ব্যাংকের সাথে লেনদেন করতে পারবেন। Sonali eWallet এ্যাপস দিয়ে গ্রাহকরা মোবাইলে টাকা পাঠানো, বিদ্যুৎ বিল, পানির বিল, ইনকাম ট্যাক্স, ভ্যাটের টাকা পরিশোধসহ বিভিন্ন সেবা নিজের মোবাইল থেকে নিতে পারবেন। এছাড়া সোনালী ব্যাংকের নিজের একাউন্ট থেকে Bkash একাউন্টে টাকা নেয়া যাবে এবং Bkash একাউন্ট থেকে সোনালী ব্যাংকের নিজের একাউন্টে টাকা পাঠানো যাবে।

 তবে সোনালী ব্যাংক লিমিটেডের Sonali eWallet ও Sonali eSheba এ্যাপস দুইটির অন্যান্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের মতো টেলিভিশন ও সংবাদপত্রে প্রচার প্রচারণা না থাকায় অধিকাংশ গ্রাহক এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সোনালী ব্যাংক লিমিটেড ফুলছড়ি শাখা, গাইবান্ধার ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আতাউর রহমান প্রধান বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ  Sonali eWallet ও Sonali eSheba সেবা উদ্বোধন করেন। ইতোমধ্যে এই এ্যাপস দুইটির মাধ্যমে গ্রাহকরা সেবা নিতে শুরু করেছে। আমরা চেষ্টা করছি গ্রাহকদের Sonali eWallet ও Sonali eSheba এ্যাপসের মাধ্যমে ঘরে বসে সেবা গ্রহন করতে। বিশেষ করে করোনা মহামারির সময় Sonali eWallet ও Sonali eSheba এ্যাপস গ্রাহকদের নিরাপদ রাখবে।

সোনালী ব্যাংক লিমিটেড পুরান বাজার শাখা, গাইবান্ধার ব্যবস্থাপক মোঃ রকিবুল হাসান বলেন, করোনার মহামারির সময় অনেক গ্রাহক ব্যাংকে আসতে ভয় পায়। তারা Sonali eWallet ও Sonali eSheba এ্যাপস ব্যবহার করে ঘরে বসে সেবা নিতে পারছেন। তিনি আরও বলেন, পুরান বাজার শাখায় গত ৮ কর্ম দিবসে ১০৭ জন গ্রাহক Sonali eWallet সেবা গ্রহন করেছেন। আগামীতে এই সেবা যাতে অধিক সংখ্যক গ্রাহক নিতে পারে তার জন্য আমরা গ্রাহকদের উৎসাহিত করছি।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর