রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

হিলিতে হরতালের প্রভাব নেই, স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক / ১১২ বার পঠিত
প্রকাশের সময়: রবিবার, ২৮ মার্চ, ২০২১, ১১:১০ পূর্বাহ্ন
হিলি জিরো পয়েন্ট। ভারত থেকে পণ্যবাহি ট্রাক বাংলাদেশে আসছে

হিলি প্রতিনিধি: হেফাজতে ইসলামের ডাকা হরতালের কোনও প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে। রবিবার (২৮ মার্চ) সকাল থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক অবস্থা লক্ষ করা গেছে। যান চলাচল করছে অন্যদিনের মতোই। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, হেফাজতে ইসলামের ডাকা হরতালের কোন প্রভাব পরেনি হিলি স্থলবন্দরে। প্রতিদিনের মতো আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। নিয়মিত ভারত থেকে গাড়ি স্থলবন্দরে প্রবেশ করছে এবং দেশের বিভিন্ন স্থানে ট্রাকে পণ্য সরবরাহ করা হচ্ছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, হরতালকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে কোনও ছাড় দেওয়া হবে না। আমরা চাই না কোনও ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হোক, রাস্তাঘাট কিংবা যান চলাচল কথাও বন্ধ থাকুক। মানুষ ও যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।

এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ আলম জানান, হরতালকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর