রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে দুইটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রী না থাকায় শুধু বাসের ভিতরের অংশ পুরে গেছে। রাজশাহীতে হরতালের সমর্থনে কোথাও হেফাজতে ইসলামের কোনো মিছিল বা প্রকাশ্যে পিকেটিং লক্ষ্য করা যায়নি। হরতালেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
জানা যায়, আজ রবিবার সকালে টার্মিনালে রাখা দুইটি বাসের যাত্রীদের বসার আসন আগুনে পুড়ে গেছে। যা ক্ষতির পরিমাণ অনুমান লক্ষাধিক টাকা। এবিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রউফ বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুইটি বাসের মধ্যে একটি সম্পূর্ণ ফিট এবং একটি কয়েকটি সিট আগুনে পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী ট্রাক টার্মিনালের ভেতর দাঁড়িয়ে থাকা দুইটি বিআরটিসি বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা। পরে ফায়ারসার্ভিস ও পুলিশ সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অনুমান সকাল সাড়ে ৬টায় দিকে টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুইটি বাসের মধ্যে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আটক করা যায়নি কাউকেই। পুলিশের ধারণা হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে পিকেটাররা এই ঘটনা ঘটাতে পাওে বলে ধারনা করছে বিভিন্ন মহল। এ ঘটনায় শাহ মখদুম থানায় মামলা দায়েরের করা হয়েছে বলে জানায় পুলিশ।
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজশাহীতে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা
- Reporter Name
- Update Time : ১১:৫১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- ১৭১ Time View
Tag :
Popular Post