গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তালতলা মাঠে বৃহস্পতিবার কিশোরীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ইউএনডিপি-হিউম্যান রাইটস্্ প্রোগ্রাম ও সুইজারল্যান্ড দুতাবাসের সহায়তায় অবলম্বনের আয়োজনে ফুটবল খেলায় কুটরাপাড়া মাদার তেরেসা প্রমিলা ফুটবল দল ৪-০ গোলে হারিয়েছে হিলালী পাড়া প্রমিলা ফুটবল দলকে। ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দুতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, ইউএনডিপি হিউম্যান রাইটস প্রোগ্রামের কমিউনিটি ও মাইনোরিটি এক্সপার্ট শংকর পাল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রমিলা ফুটবল দলের কোচ ও গোবিন্দগঞ্জ ফুটবল উন্নয়ন কমিটির সেক্রেটারি রায়হান প্রধান, রফিকুল ইসলাম লাভলু, আদিবাসী নেতা দাউদ মার্ডি, ভাইরো সরেন, সুনতি হেমব্রম প্রমুখ।
কুটরাপাড়া মাদার তেরেসা প্রমিলা ফুটবল দলের দলনেতা অলিভিয়া সরেন, শিল্পী মার্ডি, তৃষ্ণা বাসকে, সোনালী টুডু, বৃষ্টি মার্ডি সবাই কিশোরী ও ছাত্রী। তাদের প্রতিপক্ষ হিলালী পাড়া প্রমিলা ফুটবল দল খেলোয়াড়দেরও কখনো পড়াশুনার কাজ কখনোও মাঠে কৃষি কাজ করতে হয়। লাজ-লজ্জা আর সমাজের কু-দৃষ্টি উপেক্ষা করে তারা কিশোরীরা ফুটবল দল গড়ে তুলেছে। তারা একদিকে যেমন পড়াশুনা করছে, অন্যদিকে বাড়ির লোকদের সহায়তা কৃষি কাজ করছে, আবার প্রতিবেশীদের সাহায্যের জন্য বিভিন্ন সামাজিক কর্মকান্ড করছে। হিলালী পাড়া প্রমিলা ফুটবল দলের দলনেত্রী সখি পাহাড়ী বলে শারীরিক ও মানষিক বিকাশের জন্য ছেলেদের যেমন খেলাধুলা প্রয়োজন তেমনি নারীদের বিকাশের জন্য খেলাধুলা প্রয়োজন।