
স্টাফ রিপোর্টার: জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ মঙ্গলবার জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আলোচনা সভা ও নতুন ভোটার কার্যক্রমের উদ্বোধন করা হয়। নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ প্রমুখ। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্ত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, ওসি আব্দল্লাহিল জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম আলম, ইউপি চেয়ারম্যান নজমুল হুদা, গোলাম কবির মুকুল, আমিনুল ইসলাম, সৈয়দ বদিরুল আহসান সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চল করেন উপজেলা নির্বাচন অফিসার সেকেন্দার আলী। পরে নতুন ভোটারদের মাঝে বিতরণের জন্য চেয়ারম্যানদের হাতে স্মাট কার্ড হস্তান্তর করা হয়।