
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ), গাইবান্ধা জেলা শাখার এক মতবিনিময় সভা বুধবার শহরের আর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. নুরুজ্জামান আহম্মেদ। সভায় স্বাগত বক্তব্য দেন ডা. মোস্তাক আহম্মেদ ও শুভেচ্ছা বক্তব্য দেন ডা. একরাম হোসেন।
সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ডা. প্রদীপ কুমার কর্মকারকে আহ্বায়ক এবং ডা. ফেরদৌস হোসেন মঞ্জু ও ডা. ইউসুফ হারুন অর রশিদকে সদস্য করে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। পরে নির্বাচন কমিশন ডা. শহীদুজ্জামান হারুনকে সভাপতি ও ডা. একরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করে। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি ডা. আব্দুল জলিল সর্দার ও ডা. মো. শাহাদৎ হোসেন শাহী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোস্তাক আহম্মেদ, কোষাধ্যক্ষ ডা. নুরুজ্জামান আহম্মেদ এবং সদস্য ডা. এ.কে.এম সামছুজ্জোহা খন্দকার, ডা. ফজলুল করিম, ডা. আব্দুল জলিল সর্দার, ডা. সুলতান আহম্মেদ, ডা. শফিকুল হক, ডা. আব্দুর রহিম সরকার, ডা. শফিউল হোসেন সরকার, ডা. অমল চন্দ্র সাহা, ডা. নৃৃপেন্দ্র চন্দ্র বর্মণ, ডা. জাহেদী মাসুদ রুবেল, ডা. মোন্তাসির হোসেন তৈমুর, ডা. মঞ্জুরুল হাসান সৌরভ, ডা. হাসানুজ্জামান, ডা. তানজিলুস সাদিয়া, ডা. আফসানা রহমান, ডা. মোছা. শামিমা আক্তার ও ডা. প্রিতম কর্মকার।