স্টাফ রিপোর্টার: মুজিববর্ষে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিস্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সেইসাথে বেড়েছে পুরাতন মামলা ও নতুন মামলার সাক্ষীর সাক্ষ্য গ্রহণের হারও।
জানা গেছে, ২০২০ সালের ১৩ই মে গাইবান্ধায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন প্রদীপ কুমার রায়। করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘ চার মাসের বেশি সময় বন্ধ থাকে বিচার কার্যক্রম। এতে মামলাজট বৃদ্ধি পেতে থাকে। এরপর আদালতে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হলে তিনি মামলা নিস্পত্তির হার বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেন। এতে বিচার কাজের স্থবিরতা কেটে গতিশীলতা আসে। এর পরিপ্রেক্ষিতে তাঁর আদালতে বৃদ্ধি পেয়েছে পুলিশ কর্তৃক সাক্ষী উপস্থাপনের হার।
উল্লেখ্য, গত ৩ মাসে চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের ৯ জন ম্যাজিস্ট্রেট ৪ হাজার ৯৪২টি মামলা নিস্পত্তি করেন। যা মামলা দায়ের করার তুলনায় ৩ হাজার ৭৩টি বেশি। নিস্পত্তিকৃত মামলার মধ্যে ৫ বছরের অধিক পুরাতন মামলা ছিল এক হাজার ৮৬০টি। এই তিন মাসে জুডিশিয়াল মাজিস্ট্রেসির ৯টি বিচারিক আদালত ৩ হাজার ৪৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এর পাশাপাশি পুলিশ-ম্যাজিস্ট্রেসির মাসিক কনফারেন্সও যথারীতি সম্পন্ন হচ্ছে।
এব্যাপারে গাইবান্ধা জেলা জজ আদালতের পিপি ফারুক আহমেদ প্রিন্স বলেন, সম্প্রতি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নি®পত্তির হার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ বিচারপ্রার্থীরা উপকৃত হচ্ছে।
গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক অ্যাড. আহসানুল করিম লাছু বলেন, বর্তমান গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের তৎপরতায় মামলা নিস্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
মুজিববর্ষে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিস্পত্তিতে অগ্রগতি
- Reporter Name
- Update Time : ০২:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- ১২৪ Time View
Tag :
Popular Post