সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় হারিয়ে যাওয়ার তিনদিন আজ বুধবার দুপুরে পর চার বছরের শিশু সাগর মিয়ার লাশ যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি বিকেলে শিশুটি হারিয়ে যায়। সাগর সাঘাটা উপজেলার সাঘাটা গ্রামের আব্দুর রহমান শফির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুর রহমান শফি সাঘাটা থানার সামনে পিঠা বিক্রি করে সংসার চালাতো। তার তিন ছেলে এক মেয়ে। গত ২০ ফেব্রুয়ারী দুপুরে বাড়ি থেকে ছোট ছেলে সাগর মিয়া বের হয়। বিকেলে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে সাগর মিয়াকে পাওয়া যায় না। পরে তার বাবা আব্দুর রহমান শফি ছেলে হারানোর ঘটনায় সাঘাটা থানায় একটি জিডি করেন।
আজ দুপুরে স্থানীয়রা যমুনা নদীতে একটি নৌকার পাশে শিশুর লাশ ভাসতে দেখতে পায়। এ খবর তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে শতশত সানুষের ভির জমে সেখানে। পরে থানা পুলিশ ও পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে নিহত শিশুটিকে সাগর মিয়া হিসেবে সনাক্ত করে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে শিশুটি বাড়ির অদুরে নদীর তীরে খেলতে গিয়ে পা পিছলে যমুনা নদীর পানিতে ডুবে তার মৃত্যু হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বেলাল হোসেন বলেন, ২০ ফেব্রুয়ারী বিকেলে শিশুটির নিখোঁজের বিষয়ে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যমুনা নদীতে আজ শিশুটির মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়। পরে সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
সাঘাটায় নিখোঁজের তিনদিন পর যমুনা নদী থেকে শিশুর লাশ উদ্ধার
- Reporter Name
- Update Time : ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- ১৫৮ Time View
Tag :
Popular Post