
ক্রীড়া প্রতিবেদক: গাইবান্ধা ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠানরত হানিফ-দুলু-দর্পণ-ডাবলু স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের রোববারের খেলায় প্রবাহ চ্যালেঞ্জার ১৫ রানে ইয়ুথ ক্লাব অব কলেজপাড়াকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে প্রবাহ চ্যালেঞ্জার নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে। জবাবে ইয়ুথ ক্লাব অব কলেজপাড়া ২০ ওভারে ৮ উইকেটে ১২৮ রান তোলে। আগামী মঙ্গলবারের ২টি খেলায় অংশ নেবে প্রথমটিতে গাইবান্ধা রয়েলস ও ইয়ুথ ক্লাব এবং দ্বিতীয় ম্যাচে প্রবাহ চ্যালেঞ্জার ও ইনভিজিবল ফাইটার্স।