হিলি প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলার ১৩টি উপজেলার মধ্যে হাকিমপুর (হিলি) উপজেলায় করোনাভাইরাসের টিকার নিবন্ধন তুলনামূলকভাবে বেশি। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিপুর উপজেলা নির্বাহী অফিসার নূল এ আলম। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।
প্রথম টিকা গ্রহনকারী হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, করোনার টিকাগ্রহনের পর তিনি সুস্থ্য আছেন। সকলকেই তিনি করোনার টিকা গ্রহনের জন্য অনুরোধ করেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তৌহিদ জানান, হাকিমপুর উপজেলায় ইতি মধ্যে ৩৫০ জন টিকা গ্রহনের জন্য নিবন্ধন করেছেন। প্রথম পর্যায়ে ১৪৫০ জনকে টিকা প্রদান করা হবে। টিকাদান কর্মসূচি সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এবং কার্যক্রম আজ থেকে চলমান থাকবে। তিনি আশা করেন সকলেই এই টিকা গ্রহন কর্মসূচি উৎসাহ উদ্দিপনার মাধ্যমে শেষ করবেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নুর এ আলম জানান, করোনাভাইরাসের টিকা গ্রহনের জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রচারনা চালিয়েছি। যার কারনে দিনাজপুর জেলার অনান্য উপজেলাগুলোর থেকে হাকিমপুর উপজেলায় করোনার টিকা গ্রহনের নিবন্ধনের হার অনেক বেশি। তিনি আশা করেন প্রথম পর্যায়ে ১৪৫০ জনের টিকা প্রদান তারা সফল ভাবে শেষ করতে পারবেন।
তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তাদের সহযোগীতায় করোনা টিকার কার্যক্রম শুরু করেছেন। এছাড়াও করোনাভাইরাসের টিকা গ্রহনের পর যদি কোন টিকা গ্রহনকারী সমস্যা মনে করেন বা অসুস্থ্যবোধ করেন সেই জন্য ইমারজেন্সি বিভাগের পাশে অবজারভেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন জানান, সারাদেশের ন্যায় হাকিমপুর উপজেলায় নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করোনা টিকা গ্রহন শুরু হয়েছে। প্রথম পর্যায়ে টিকা প্রদানের পর আবারও টিকার জন্য আবেদন করা হবে যেন এই উপজেলার সকলের মাঝে এই টিকা প্রদান করা যায়।