শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে গিয়ে খুশিতে কেঁদে ফেললেন গৃহহীন আমেনা

নিজস্ব প্রতিবেদক / ১৫৬ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১১:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুরে  মজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া সরকারী ঘরের ভিত্তি স্থাপন করলেন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন। উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামের গৃহহীন আমেনাকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের নজরে পরে গৃহহীন আমেনা বেগমের বিষয়টি। গতকাল ১১ জানুয়ারী বিকালে গাইবান্ধার জেলা প্রশাসক আমেনা বেওয়ার বাড়ীতে এসে এক লক্ষ পচাত্তর হাজার টাকার সরকারী ঘরের ভিত্তি স্থাপন করেন। এ সময় তিনি আমেনা বেগমের হাতে ফুল,ফল, শুকনা খাবার ও শীতবস্ত্র তুলে দেন। গৃহহীন আমেনা বেগম সরকারের বরাদ্দকৃত পাঁকা ঘর পেয়ে প্রাণ ভরে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন। উল্লেখ্য যে, বোয়ালীদহ গ্রামের সত্তোরোর্ধ আমেনা বেগম, ঐ গ্রামের সৈয়দ আলীর স্ত্রী, বয়সের ভারে দু’জনেই নুয়ে পড়েছেন। তাদের একমাত্র সন্তান আব্দুর রাজ্জাক সেও প্রতিবন্ধী। আমেনা মানুষের বাড়ী বাড়ী ঘুরে যা পায় তাই দিয়ে অতিকষ্টে চলে তার সংসার। তার স্বামীর নিজ নামীয় ৬ শতক জমি থাকলেও ঘর বলতে ছিল পলিথিন আর খরের বেড়ার যৎসামান্য একটি জরার্জীন ছাপরা ঘর। এ ঘরেই প্রতিবন্ধী সন্তান নিয়ে বৃদ্ধ আমেনা ও তার স্বামীর বসবাস।

এসময় জেলা প্রশাসক আব্দুল মতিন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের বিষয় তুলে ধরে উপস্থিত লোকজনের মাঝে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা নবী নেওয়াজ, উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক শাহরিয়ার খান বিপ্লব, সহকারী ভূমি কর্মকর্তা সামছুল ইসলাম সাবিন, সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান সোহেল, সাংবাদিক তাজুল ইসলাম রেজা, আমিনুল ইসলাম,খবরের প্রতিবেদক তোফায়েল হোসেন জাকির, শহিদুল ইসলাম,লাবলু প্রামানিক,নয়ন সাহা, ধাপেরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর