সিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থেকে ডাকাত সর্দার হারুনুর রশিদ (হারুন) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় আজ সোমবার (১১ জানুয়ারী) সন্ধ্যা সাতটার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশ গোয়াইনঘাট থানাধীন মানিকগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ডাকাত হারুনুর রশিদ(৪২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হারুন গোয়াইনঘাট থানার নগর ডেংরী গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে।
তার বিরুদ্ধে গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার থানায় অস্ত্র, ডাকাতিসহ মোট ৬টি মামলা রয়েছে।উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় শীত মৌসুমে প্রবাসী অধ্যুষিত সিলেট জেলায় ডাকাতি প্রতিরোধে চিহ্নিত ডাকাত ও তাদের গ্যাং লিডারদের বিরুদ্ধে ডিবিসহ থানা পুলিশ সাড়াশি অভিযান শুরু করে। যার প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে বিশ্বনাথ ও বিয়ানীবাজারে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ চিহ্নিত একাদিক ডাকাতকে গ্রেফতার করে জেলা পুলিশ।
এসব ঘটনার পরিকল্পনাকারী হিসেবে অনেকেই পালিয়ে যায়। যাদেরকে গ্রেফতার করতে জেলা পুলিশের একাদিক টিম অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ডাকাত সর্দার হারুনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর)। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ইতিপূর্বে দায়েরকৃত অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলায় ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জেলা গোয়েন্দা শাখা হতে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, সিলেট জেলায় ডাকাতি প্রতিরোধে ডাকাতদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত হারুনকে গ্রেফতার করেছে জেলা ডিবি।