সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে দিনাজপুরে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ৯:১৮ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি :৭ দফা দাবীতে নন-এমপিও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্দ্যোগে দিনাজপুরে সোমবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন ও আলোচনা সভা করেছে সংগঠনের নেতাকর্মীরা।

১১জানুয়ারী সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে নন-এমপিও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপরে তারা দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে একই দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে।

সংগঠনের সভাপতি মো: মাহমুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন-এমপিও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক শরীফুজ্জামান খান। এসময় অন্যান্যের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মো: আবুল বারী তালুকদার, সাদ আহম্মেদ, আবু বক্কর মো: এরশাদুল হক, শফিকুর ইসলাম ও নুর কুতুবে আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান বলেন, আমাদের চাকুরী জীবনের অধিকাংশ সময় বিনা বেতনে পার হেেয় গেলেও একনো স্থায়ী চাকুরী ও বেতনের কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেয়াও কঠিন। বর্তমানে এমপিও নীতিমালা সংশোধনের কাজ চলছে আমরা সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠান বান্ধব নীতিমালা প্রণয়নের দাবী করছি।

৭টি দাবীর মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অনুকুলে এমপিও নীতিমালা চাই,যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও এমপিওভুক্তির আওতায় আসতে পারবে না তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করতে হবে,শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে জেষ্ঠতা বিবেচনায় নিতে হবে,প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে-মাননীয় শিক্ষামন্ত্রীর এই ঘোষনা অনুযায়ী চলতি অর্থ বছরেই এমওিভুক্তি সম্পন্ন করতে হবে,স্বীকৃতির সময় থেকে শিক্ষক-কর্মচারীদের চাকুরীর বয়স গণনা করাসহ অন্যান্য আরো ৩টি দাবী বাস্তবায়ন করতে হবে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর