
স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র সর্দারপাড়া গ্রামে মঙ্গলবার সকালে ৭০ বছর বয়সী অসুন্থ বীরঙ্গঁনা মোছা: জোহরা বেগমকে তাঁর নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা, আর্থিক সহযোগিতা, ফলেরঝুড়ি, চাল, কম্বল প্রদান করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
এসময় জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেসব অসহায় বীরঙ্গঁনা বা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে সহযোগিতা প্রদান করার নির্দেশ দিয়েছেন। আমরা জেলা ও উপজেলা প্রশাসন চেষ্টা করছি এসব অসহায় মুক্তিযোদ্ধাদের খুজে বের করে সার্বিক সহযোগিতা প্রদান করা। তিনি ঘোষণা দেন বীরঙ্গঁনা মোছা: জোহরা বেগমের বাড়ীর সামনের সড়কটি তাঁর নামে নামকরণ করা হবে। এপর তিনি বীরঙ্গঁনা মোছা: জোহরা বেগমকে ফুলের তোড়া, ২০ হাজার টাকা, ৪ বস্তা চাল, ফলের ঝুড়ি, কম্বল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, সহকারী কমিশনার(ভূমি) শাকিল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান, সাংবাদিক, রাজনীতিক, স্থানীয়সুধীবৃন্দ।