
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার উষাপল্ট্রি মোড় এলাকায় গভীর রাতে সশস্ত্র ডাকাতের হামলার ঘটনা ঘটেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হামলাকৃত জায়গার মালিক বিশিষ্ট ব্যবসায়ী কানাডা প্রবাসী এম এ আব্দুল মতিনের জায়গার কেয়ারটেকার ইয়াসিন শেখ।
বুধবার (৩০ ডিসেম্বর) দিবা গত রাত আনুমানিক ২ টার দিকে উষাপল্ট্রি এলাকায় এম এ মতিনের মালিকাধীন জায়গায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে জায়গার কেয়ারটেকার ইয়াসিন শেখ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর রাত আনুমানিক ২ টার দিকে তাদের জায়গার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাতের আধারে অনুমান ২০- ৩০ ডাকাত তাদের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে জায়গায় ভাড়া থাকা ভাড়াটিয়াদের রুমের বাহির থেকে আটকে দিয়ে তিনটি বিস্ফোরণ ঘটায় এবং জায়গার নিরাপত্তা নিশ্চিতকরন সিসি ক্যামেরা ও বড় লাইট ভেঙে নিয়ে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি স্বাধন করে।
জায়গার মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও কানাডা প্রবাসী আব্দুল মতিন জানান, একটি কুচক্রী মহল আমার ক্ষতি সাধনের উদ্দেশ্য এ ধরনের কাজ করে থাকতে পারে। এ ধরনের হামলায় আমার অনেক টাকার ক্ষতি হয়েছে, এধরনের সশস্ত্র হামলায় আমি সহ আশেপাশের লোকজন ভীতসন্ত্রস্ত, আমি আশা করেছিলাম প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী স্বপ্রণোদিত হয়ে এবিষয়টি দেখবেন কিন্তু আমি প্রশাসনের উল্লেখযোগ্য কোন পদক্ষেপ লক্ষ করছি না। আমি প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত করে দুষ্কৃতিকারীদের বিচারের দাবি জানাচ্ছি।