
দিনাজপুর প্রতিনিধি : জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসন কর্তৃক জারিকৃত পরিপত্র প্রত্যাহারসহ ৩ দফা দাবীতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সমনের সড়কে প্রাথমিক শিক্ষক মহাজোটের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে দিনাজপুরের ১৩ উপজেলার শিক্ষকরা।
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট দিনাজপুর জেলা শাখার আহবায়ক মো: মোমিনুল হকের সভাপতিত্বে বক্তারা বলেন, অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত পত্রটি প্রত্যাহার করে ৪৮ হাজার শিক্ষকের প্রাপ্ত টাইম স্কেল জটিলতা নিরসনের মাধ্যমে স্থায়ী সমাধান করতে হবে।
শিক্ষকদের দাবীগুলোর মধ্যে রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ১২ আগস্ট ২০২০ইং তারিখে জারীকৃত টাইমস্কেলের অর্থ ফেরত প্রদান সংক্রান্ত অবৈধ চিঠি বাতিল করতে হবে,অধিগ্রহনকৃত সহকারী শিক্ষকদের গেজেট অনুসারে কার্য্যকর চাকুরীকাল(৫০%) গণনা করে জেষ্ঠতার ভিক্তিতে পদোন্নতি প্রদান করতে হবে এবং এস.এম.সি কর্তৃক নিয়োগ প্রাপ্ত গেজেট থেকে বাদপড়া প্রধান শিক্ষকদের নামের গেজেট দ্রুত প্রকাশ করতে হবে।
মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক মহাজোটভুক্ত আহবায়ক মো: আমিনুল ইসলাম চৌধুরী,যুগ্ম আহ্বায়ক অধিন চন্দ্র সরকার,প্রধান সমন্বয়ক মো: আবদুর রহমান বাচ্চু,সিনিয়র সমন্বয়ক শেখ আব্দুস ছালাম মিয়া,সমন্বয়ক মো: মাহবুবুল আলম।
মানব বন্ধন শেষ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন জাতীয়করণ প্রাথমিক শিক্ষক মোহাজোটের নেতৃবৃন্দ।