
স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদ ও দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার শহরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পৌর শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা পারুল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুল লতিফ আকন্দ প্রমুখ।
বিশাল এই বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহণ করে।