খোঁজ খবর ডেস্ক: মহান স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২৬ জুলাই ২০২০ থেকে শুরু হওয়া ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে আজ (মঙ্গলবার) বৃক্ষের চারা রোপণ করেন রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী এমপি, বেনজীর আহমদ এমপি এবং মোঃ আফতাব উদ্দিন সরকার এমপি।
বৃক্ষরোপন শেষে মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী উদ্যোগ মুজিববর্ষে বৃক্ষের চারা রোপণ। একটি দেশকে এগিয়ে নেয়ার জন্য বৃক্ষের উৎপাদন বৃদ্ধি খুবই সহায়ক। দেশে কোন মানুষ গৃহহীন থাকবেনা। চরাঞ্চল থেকে শুরু করে প্রতিটি এলাকা থাকবে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা। দেশে বনায়ন ছিল মোট ভূমির ৭ অংশ এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭ অংশ যা বর্তমান সরকারের একটি বিশেষ সাফল্য।
আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণের কর্মসূচি অধিক গুরুত্ব পেয়েছে। তাঁর নির্বাচনী এলাকায় তাল গাছ লাগানোর প্রতি আগ্রহীদের প্রশংসা করেন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পাড়া, ক্লাব, এনজিও ইত্যাদি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে এক লক্ষ গাছ লাগানোর কার্যক্রম চলমান আছে। ইতোপূর্বে দুই লক্ষ ষাট হাজার বৃক্ষ রোপণ করে বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন মর্মে জানান।
বেনজীর আহমদ বলেন, সংসদ এলাকায় গাছ লাগাতে পেরে আমি আনন্দিত। মানুষের বেঁচে থাকার উপাদান হিসেবে গাছ প্রকৃতির এক বিশেষ অবলম্বন। তিনি বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন। রমনা রেসকোর্স ময়দানে নারকেল গাছ লাগিয়ে বঙ্গবন্ধু সবুজায়নের সূচনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ অফিস-আদালতে, কৃষি ভূমিতে এবং সংসদ ভবন চত্বরেও গাছ লাগানো হচ্ছে।
মোঃ আফতাব উদ্দিন সরকার বলেন, সংসদ ভবন এলাকায় আমরা যে বৃক্ষের চারা রোপণ করছি পরবর্তী প্রজন্ম এটার সুফল পাবে। তিনি নিজ নির্বাচনী এলাকায় পঁচিশ হাজার বৃক্ষরোপণ করেছেন বলে অবহিত করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন চত্বরে এ কার্যক্রম চলমান রয়েছে।