সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

পৈশাচিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল কুড়িগ্রাম 

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার পঠিত
প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন

 কুড়িগ্রাম প্রতিনিধি: দেশের বিভিন্নস্থানে নারীর উপর পৈশাচিকতা,ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুুধবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামন ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সম্মিলিত শিক্ষার্থী ও গ্রীন ভয়েসসহ কয়েকটি সংগঠনের ব্যানারে মানববন্ধনে অংশ নেন সহস্রাধিক মানুষ। এতে বক্তব্য রাখেন মুনিরা ইসলাম, আশিক রহমান, দুলাল বোস, পলি আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, নারীদের উপর পৈশাচিক নির্যাতনসহ সব ধরনের অত্যাচার বন্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারলে দেশব্যাপী নারীদের উপর জুলুম ও অত্যাচারের মাত্রা কমবে বলে তারা দাবী জানান।
এদিকে একই দাবীতে একই দিন কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, রাজারহাট, উলিপুর, চিলমারি, রৌমারী ও রাজিবপুর উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাম্প্রতিক সময়ে নারীদের উপর জঘন্যতম পৈশাচিকতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে।

এসব সমাবেশ থেকে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে কিন্তু ধর্ষকরা আড়ালেই থেকে যাচ্ছে। বিলম্বিত বিচার ব্যবস্থার জন্য মানুষ এসব ঘটনা ঘটাচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নির্বিকার ভূমিকা পালন করছে। এ সময় সিলেটের এমসি কলেজের শিক্ষাথর্ীকে গণধর্ষণ, নোয়াখালির বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতসহ সকল ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা ।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর