সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পিছিয়েছে টাইগারদের শ্রীলঙ্কা সফর

  • Reporter Name
  • Update Time : ০৬:২০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • ২৩১ Time View

খোঁজ খবর ডেস্কঃ অবশেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের জলঘোলা কেটে গেলো বেশ কিছুদিন ধরেই শ্রীলঙ্কা সফর নিয়েই পাল্টাপাল্টি মতবিরোধ চলছিল বিসিবি এবং লঙ্কান ক্রিকেট বোর্ডের মধ্যে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এলো। পিছিয়ে যাচ্ছে টাইগারদের লঙ্কা সফর। এ খবর নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তবে দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অনুশীলন ক্যাম্প শুরু করেছিল টাইগাররা। কোভিড টাস্কফোর্সের কাছে বারবার শর্ত শিথিলের আবেদন জানালেও, কোনো সুরাহা করতে পারেনি লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কায় সফরের ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম রাখা হয়। তবে এ নিয়ে মতবিরোধ দেখা দেয় দুই দেশের বোর্ডের মধ্যে।

১৪ না ৭ দিন কোয়ারেনটাইন? তা নিয়ে চলছে দরকষাকষি। নিজ দেশের স্বাস্থ্য মন্ত্রনালয়ের কড়াকড়ি মেনে শ্রীলঙ্কান বোর্ড জানিয়ে দিয়েছে, আইসিসি টেস্ট চ্যাস্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা গিয়ে ১৪ দিন হোটেল থেকে বের হওয়া চলবে না। প্র্যাকটিস তো বহুদুরে, থাকতে হবে পুরোপুরি আইসোলেশনে।

লঙ্কানদের ওই প্রস্তাব মেনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার অর্থ, দেশে যত রকমের প্রস্তুতিই নেয়া হোক না কেন, শ্রীলঙ্কা গিয়ে দুই সপ্তাহ হোটেলে থেকে টেস্টের আগে আবার নতুন করে প্রস্তুতি শুরু করতে হবে; কিন্তু বিসিবি সে প্রস্তাবে রাজি নয়। নাজমুল হাসান পাপনও সাতদিনের আল্টিমেটাম দিয়ে রেখেছেন।

তাই অপেক্ষার প্রহর গুণতে হচ্ছিল টাইগারদের। তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটারদের আইসোলেশনে রেখেই ক্রিকেটারদের অনুশীলন চালিয়ে যাচ্ছিল তামিম-মুশফিকরা।

শেষ পর্যন্ত পেছানো হলো সফরের দিন তারিখ। আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কা সফরে যাবে বলে জানিয়েছেন আকরাম খান। পূর্ব সূচী অনুযায়ী চলতি মাসের ২৭ তারিখ জাতীয় দল এবং এইচপি দলের লঙ্কা সফরে যাওয়ার কথা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD ZANNATUL FERDOUSH

NEWS PURPOSE
Popular Post

গাইবান্ধায় বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে ইউপি সদস্য খুন

পিছিয়েছে টাইগারদের শ্রীলঙ্কা সফর

Update Time : ০৬:২০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০

খোঁজ খবর ডেস্কঃ অবশেষে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের জলঘোলা কেটে গেলো বেশ কিছুদিন ধরেই শ্রীলঙ্কা সফর নিয়েই পাল্টাপাল্টি মতবিরোধ চলছিল বিসিবি এবং লঙ্কান ক্রিকেট বোর্ডের মধ্যে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এলো। পিছিয়ে যাচ্ছে টাইগারদের লঙ্কা সফর। এ খবর নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তবে দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অনুশীলন ক্যাম্প শুরু করেছিল টাইগাররা। কোভিড টাস্কফোর্সের কাছে বারবার শর্ত শিথিলের আবেদন জানালেও, কোনো সুরাহা করতে পারেনি লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কায় সফরের ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম রাখা হয়। তবে এ নিয়ে মতবিরোধ দেখা দেয় দুই দেশের বোর্ডের মধ্যে।

১৪ না ৭ দিন কোয়ারেনটাইন? তা নিয়ে চলছে দরকষাকষি। নিজ দেশের স্বাস্থ্য মন্ত্রনালয়ের কড়াকড়ি মেনে শ্রীলঙ্কান বোর্ড জানিয়ে দিয়েছে, আইসিসি টেস্ট চ্যাস্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা গিয়ে ১৪ দিন হোটেল থেকে বের হওয়া চলবে না। প্র্যাকটিস তো বহুদুরে, থাকতে হবে পুরোপুরি আইসোলেশনে।

লঙ্কানদের ওই প্রস্তাব মেনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার অর্থ, দেশে যত রকমের প্রস্তুতিই নেয়া হোক না কেন, শ্রীলঙ্কা গিয়ে দুই সপ্তাহ হোটেলে থেকে টেস্টের আগে আবার নতুন করে প্রস্তুতি শুরু করতে হবে; কিন্তু বিসিবি সে প্রস্তাবে রাজি নয়। নাজমুল হাসান পাপনও সাতদিনের আল্টিমেটাম দিয়ে রেখেছেন।

তাই অপেক্ষার প্রহর গুণতে হচ্ছিল টাইগারদের। তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটারদের আইসোলেশনে রেখেই ক্রিকেটারদের অনুশীলন চালিয়ে যাচ্ছিল তামিম-মুশফিকরা।

শেষ পর্যন্ত পেছানো হলো সফরের দিন তারিখ। আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কা সফরে যাবে বলে জানিয়েছেন আকরাম খান। পূর্ব সূচী অনুযায়ী চলতি মাসের ২৭ তারিখ জাতীয় দল এবং এইচপি দলের লঙ্কা সফরে যাওয়ার কথা ছিল।