রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী পুলিশ কনস্টেবল নিয়োগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা জেলা পুলিশ গাইবান্ধায় দুর্বল নারীদের সুবিধা কার্ড বিতরণ

বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই বিরল স্থল বন্দর চালুর পরিকল্পনা রয়েছে

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার পঠিত
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৭ পূর্বাহ্ন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল স্থল বন্দরের কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব কেএম তরিকুল ইসলাম স্থল বন্দরের বিভিন্ন কার্যক্রম পরির্দশন ও সূধী সমাবেশ এবং মতবিনিময় সভা করেছেন।

তিনি বুধবার সকালে দিনাজপুরের বিরল স্থল বন্দরের অবকাঠামোগত উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থল বন্দর এলাকার ঠনঠনিয়া-চকশংকর গ্রামে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন বর্তমান সরকারের এ মেয়াদের মধ্যেই বিরল স্থল বন্দর চালুর পরিকল্পনা রয়েছে। শীঘ্রই স্থল বন্দরের অধিগ্রহনকৃত জমির সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করা হবে। মাটি ভরাটসহ অন্যান্য কাজসমূহ সম্পাদনেও উদ্যোগ গ্রহণ করা হবে।

সূধী সমাবেশে বিরল ল্যান্ড পোর্টের পরিচালক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিরল ল্যান্ড পোর্টের ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এর কমিশনার শওকত আলী সাদী, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) এর অতিঃ প্রধান প্রকৌশলী মোঃ আসাদুল হক, দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল রেজাউল করিম রেজা, উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান লিজা, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জাবের মোঃ সোয়াইব, অফিসার ইনচার্জ শেখ মোঃ নাসিম হাবিব প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি উপজেলা পরিষদে বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে বিরল স্থলবন্দরের কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনসহ স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হোন।।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর