বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতি মিনিটে ৬০০ গুলি ছোঁড়া অত্যাধুনিক মারণাস্ত্র ভারতীয় সেনাবাহিনীর হাতে আসছে

  • Reporter Name
  • Update Time : ০৯:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • ১৬৩ Time View

খোঁজ খবর ডেস্ক: চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ আবহের মধ্যেই নিজের অস্ত্রভাণ্ডারকে আরো উন্নত করল ভারত৷ এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে আসছে অত্যাধুনিক মারণাস্ত্র৷ ভারত ও রাশিয়ার মধ্যে একে-৪৭ ২০০৩ রাইফেলস নিয়ে ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হয়ে গেল৷ চুক্তির উল্লেখযোগ্য দিক হচ্ছে এই সমস্ত রাইফেলস ভারতেই প্রস্তুত হবে৷ মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বার্ষিক সম্মেলনের সময় রাশিয়ার সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়ায় গিয়েই এই চুক্তি ফাইনাল করেন৷

বিশ্বে একে-৪৭ ২০০৩ এবং একে-৪৭ এই দুই রাইফেলই -আগ্নেয়াস্ত্রের মধ্যে সবচেয়ে উন্নত ও উচ্চক্ষমতা সম্পন্ন৷ এই ভয়ঙ্কর মারণাস্ত্র এবার ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টম অ্যাসল্ট রাইফেলের জায়গা নেবে৷ ভারতীয় সেনাবাহিনীর ৭ লাখ ৭০ হাজার একে-৪৭ রাইফেলের প্রয়োজন রয়েছে। এরমধ্যে এক লাখ আমদানি করা হবে। বাকিটা ভারতেই উৎপাদন করা হবে।

এই রাইফেল থেকে এক মিনিটে ৬০০ গুলি বেরোয়৷ আর এক সেকেন্ডে ১০ টি গুলি বেরোয়৷ এটা অটোমেটিক ও সেমি অটোমেটিক দুটি মোডেই ব্যবহার করা যায়৷ এর রেঞ্জ ৮০০ মিটার পর্যন্ত৷ এই রাইফেল লোড করার পর এর ওজন হবে ৪ কেজি৷

আগের মডেলের থেকে অনেক উন্নত এই মডেল, পাশাপাশি হিমালয়ের উঁচু পার্বত্য এলাকায় এই রাইফেল অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করবে৷ উত্তর পূর্ব রাজ্য থেকে লাদাখ এই বিস্তৃত সীমান্ত চীনের সঙ্গে উঁচু পার্বত্য সীমান্ত রয়েছে ভারতের৷ সম্প্রতি সেনা সংঘর্ষের জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে রুশ একে-৪৭ রাইফেল চুক্তি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ভারতীয় সেনারা এতোদিন যে ইনসাস রাইফেল ব্যবহার করতো হিমালয়ের উচ্চতায় সেটার জ্যামিং আর ম্যাগাজিন ক্র্যাক হয়ে যেত৷

রাশিয়ার স্পুটনিক নিউজের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় সেনার ৭ লাখ ৭০ হাজার রাইফেল প্রয়োজন৷ এসব রাইফেল ভারতে ইন্দো-রাশিয়া রাইফেল্স প্রাইভেট লিমিটেড (আইআরআরপিএল) -এ যৌথভাবে তৈরি করা হবে। এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ও কালাসনিকভ কংসর্ন ও রোসোবোরোনএক্সপোর্টের মধ্যে এই চুক্তি হয়েছে৷

এতে ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ৫০ শতাংশ অংশিদারিত্ব থাকবে। আর রাশিয়ার কালাসনিকভের ৪২ শতাংশ ও সরকারি এক্সপোর্ট এজেন্সি রোসোবোরোনএক্সপোর্টের৭.৫ শতাংশ অংশিদারিত্ব থাকছে৷

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD ZANNATUL FERDOUSH

NEWS PURPOSE
Popular Post

গাইবান্ধায় বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে ইউপি সদস্য খুন

প্রতি মিনিটে ৬০০ গুলি ছোঁড়া অত্যাধুনিক মারণাস্ত্র ভারতীয় সেনাবাহিনীর হাতে আসছে

Update Time : ০৯:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০

খোঁজ খবর ডেস্ক: চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ আবহের মধ্যেই নিজের অস্ত্রভাণ্ডারকে আরো উন্নত করল ভারত৷ এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে আসছে অত্যাধুনিক মারণাস্ত্র৷ ভারত ও রাশিয়ার মধ্যে একে-৪৭ ২০০৩ রাইফেলস নিয়ে ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হয়ে গেল৷ চুক্তির উল্লেখযোগ্য দিক হচ্ছে এই সমস্ত রাইফেলস ভারতেই প্রস্তুত হবে৷ মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বার্ষিক সম্মেলনের সময় রাশিয়ার সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাশিয়ায় গিয়েই এই চুক্তি ফাইনাল করেন৷

বিশ্বে একে-৪৭ ২০০৩ এবং একে-৪৭ এই দুই রাইফেলই -আগ্নেয়াস্ত্রের মধ্যে সবচেয়ে উন্নত ও উচ্চক্ষমতা সম্পন্ন৷ এই ভয়ঙ্কর মারণাস্ত্র এবার ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টম অ্যাসল্ট রাইফেলের জায়গা নেবে৷ ভারতীয় সেনাবাহিনীর ৭ লাখ ৭০ হাজার একে-৪৭ রাইফেলের প্রয়োজন রয়েছে। এরমধ্যে এক লাখ আমদানি করা হবে। বাকিটা ভারতেই উৎপাদন করা হবে।

এই রাইফেল থেকে এক মিনিটে ৬০০ গুলি বেরোয়৷ আর এক সেকেন্ডে ১০ টি গুলি বেরোয়৷ এটা অটোমেটিক ও সেমি অটোমেটিক দুটি মোডেই ব্যবহার করা যায়৷ এর রেঞ্জ ৮০০ মিটার পর্যন্ত৷ এই রাইফেল লোড করার পর এর ওজন হবে ৪ কেজি৷

আগের মডেলের থেকে অনেক উন্নত এই মডেল, পাশাপাশি হিমালয়ের উঁচু পার্বত্য এলাকায় এই রাইফেল অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করবে৷ উত্তর পূর্ব রাজ্য থেকে লাদাখ এই বিস্তৃত সীমান্ত চীনের সঙ্গে উঁচু পার্বত্য সীমান্ত রয়েছে ভারতের৷ সম্প্রতি সেনা সংঘর্ষের জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে রুশ একে-৪৭ রাইফেল চুক্তি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ভারতীয় সেনারা এতোদিন যে ইনসাস রাইফেল ব্যবহার করতো হিমালয়ের উচ্চতায় সেটার জ্যামিং আর ম্যাগাজিন ক্র্যাক হয়ে যেত৷

রাশিয়ার স্পুটনিক নিউজের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় সেনার ৭ লাখ ৭০ হাজার রাইফেল প্রয়োজন৷ এসব রাইফেল ভারতে ইন্দো-রাশিয়া রাইফেল্স প্রাইভেট লিমিটেড (আইআরআরপিএল) -এ যৌথভাবে তৈরি করা হবে। এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড ও কালাসনিকভ কংসর্ন ও রোসোবোরোনএক্সপোর্টের মধ্যে এই চুক্তি হয়েছে৷

এতে ভারতীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ৫০ শতাংশ অংশিদারিত্ব থাকবে। আর রাশিয়ার কালাসনিকভের ৪২ শতাংশ ও সরকারি এক্সপোর্ট এজেন্সি রোসোবোরোনএক্সপোর্টের৭.৫ শতাংশ অংশিদারিত্ব থাকছে৷

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮।