বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ত্রাণ দিতে গিয়ে ডিপ্লোমা শেষ বর্ষের শিক্ষার্থী ব্রহ্মপুত্রে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার পঠিত
প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ৮:১১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদরের কামারজানিতে ত্রাণ দিতে গিয়ে নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এক ডিপ্লোমা শেষ বর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন নিশাদ (২০) নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গো-ঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিশাদ সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। তবে সন্ধ্যা ৭টাা পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মোঃ শারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত কামারজানির গোঘাট গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। নিশাদ তার সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নৌকায় করে ত্রাণ বিতরণ করছিলেন। এসময় হঠাৎ করে নিশাদ নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়।

ঘটনার পর থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তৎপরতা চালায় স্থানীয় ডুবুরিরা। এছাড়া খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স এর উপ-সহকারী পরিচালক এনামুল হক বলেন, ব্রহ্মপুত্রে প্রবল স্রোতের মধ্যেও নিখোঁজ শিক্ষার্থীরকে খুঁজতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডুবুরিদল চেষ্টা করে। কিন্তু নিখোঁজ শিক্ষার্থীর কোনও সন্ধান পাওয়া যায়নি। স্রোতের কারণে নিখোঁজ শিক্ষার্থীকে পাওয়া সম্ভব না। তাই উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, আগামীকাল সকাল নাগাদ ব্রহ্মপুত্রের ভাটিতে তার মরদেহ ভেসে উঠতে পারে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর