মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি জলবায়ু গণ শুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ড. আইনুন নিশাত রৌমারীতে ঘর পেয়ে মহাখুশি ভূমিহীন পরিবার গাইবান্ধায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংসদীয় চর্চার মাধ্যমে উদ্ভাবনী সমাধান জরুরি –স্পীকার

নিজস্ব প্রতিবেদক / ১৩২ বার পঠিত
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৯:২০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহের অবসান ঘটাতে আইপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংসদ পর্যবেক্ষণশীল ও কার্যকর ভূমিকা রাখার পাশাপশি সংসদীয় চর্চার মাধ্যমে এই সমস্যার উদ্ভাবনী সমাধান জরুরি। নারী ও শিশুদের বিরুদ্ধে সকল প্রকার হয়রানির অবসান ঘটাতে এর অনুকূলে আইন প্রণয়ন করতে হবে। নারী ও শিশুদের বিরুদ্ধে সকল প্রকার হয়রানি ও সহিংসতা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার আহ্বান জানান স্পীকার।
স্পীকার বুধবার রাতে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পীকার্স অব পার্লামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় একে অপরের পরিকল্পনা বিনিময়ের মাধ্যমে জ্ঞানার্জন করে উদ্ভূত সমস্যার সমাধান খুঁজে বের করার আহ্বান জানান স্পীকার।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পঞ্চম ওয়ার্ল্ড স্পীকার্স কনফারেন্স সমসাময়িক এবং উদীয়মান চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনার একটি প্লাটফর্ম। সেই সাথে মহামারি কোভিড ১৯ পরবর্তী অবস্থায় বিশ্বের সকল মানুষের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক জীবনের উপর বিপুল প্রভাব মোকাবেলায় উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে সাহায্য করছে এই কনফারেন্স।
‘মেকিং জেন্ডার ইকুয়ালিটি এন্ড দ্যা এম্পাওয়ামেন্ট অব ওমেন এন্ড গার্লস এ রিয়েলিটিঃ বেস্ট প্রাকটিসেস এন্ড পার্লামেন্টারি কমিটমেন্টস’ এর উপর রিপোর্ট উপস্থাপনকালে স্পীকার বলেন, বিশ্বব্যাপী উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা বাল্যবিবাহের শিকার হয়ে থাকে। সাম্প্রতিক কোভিড ১৯ মহামারি নারীদের বিরুদ্ধে লিঙ্গ ভিত্তিক সহিংসতাকে ত্বরান্বিত করেছে। এই মহামারি পারিবারিক সহিংসতাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে। বাল্যবিবাহ ও সহিংসতার আশু প্রতিকারকল্পে সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি বৈশ্বিক প্রতিক্রিয়া ও স্থানীয় অভিজ্ঞতার সমন্বয় ঘটানো জরুরি।
ক্লেইরি ডুলের সঞ্চালনায় অনুষ্ঠানে কেনিয়ার স্পীকার কেনেথ লুসাকা ও রুয়ান্ডার স্পীকার ডোনেটিল মুকাবালিসা রিপোর্ট উপস্থাপন করেন। আইপিইউ এর প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন, অস্ট্রিয়ান ন্যাশনাল কাউন্সিল এর প্রেসিডেন্ট ওফগ্যাং সবতকা ও জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস সূচনা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরমা দত্ত এমপি, রওশন আরা মান্নান এমপি, অপরাজিতা হক এমপি, রুমানা আলী এমপি ও পীর ফজলুর রহমান এমপি বাংলাদেশ পার্লামেন্টারি ডেলিগেশন এর অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয়স্থ শপথ কক্ষ হতে ভার্চুয়ালি সংযুক্ত হন।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর