
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ ‘সচেতন হও, মানুষ বাঁচাও’ শ্লোগান সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, পাঁঁচপীর শাখার উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার লালচামার বাজারে সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় লালচামার বাজারে শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য প্রভাষক তপন কুমার বর্মণ, সুন্দরগঞ্জ উপজেলা কমিটির সদস্য আমিনুল ইসলাম পিপুল, পাঁচপীর শাখার সম্পাদক সাইদুর রহমান, পাঁচপীর শাখার সদস্য খয়বর হোসেন, যুবনেতা বাঁধন প্রমুখ। বক্তারা বলেন, করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে সবকিছু খুলে দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাই বাঁচতে হলে সকলকে সচেতন হতে হবে। সেইসাথে তারা অবিলম্বে নদী ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও চিলমারী-হরিপুর তিস্তা সেতুর কাজ দ্রুত শুরু করার দাবি জানান। এসময় কমিউনিস্ট পার্টি জেলা কমিটির পক্ষ থেকে শতাধিক মাস্ক বিতরণ করা হয়।