শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩০টি সড়ক বীর মুক্তিযোদ্ধার নামে ভারতীয় বংশোদ্ভুত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা গাইবান্ধা জেনারেল হাসাপাতালের বিভিন্ন সমস্য নিয়ে মানববন্ধন গাইবান্ধায় চিনি বোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় চালক নিহত গাইবান্ধায় জেলা পরিষদ চত্বরে নতুন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকে মামলা গাইবান্ধায় ১ হাজার ১৭ ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার : ডা. শিমুল এমপি

রাণীনগরে কিশোরীর আত্মহত্যার প্ররোচনা অভিযোগে তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৫৪ বার পঠিত
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২০, ৮:১৪ অপরাহ্ন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ফাইমা আক্তার (১৪) নামের এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ওই কিশোরীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সোমবার দুপুরে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সম্রাট (২০), আব্দুল গফুরের ছেলে মোসাদ্দেক হোসেন (৩০) ও নওগাঁ জেলা সদর থানার চন্ডিপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে রিমোন হোসেন (২০)। গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর গ্রামে।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের হাতেম আলীর কিশোরী মেয়ে ফাইমা আক্তারের সাথে একই গ্রামের আহাদ আলীর ছেলে আবু বক্কর (২২) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ তিন বছর প্রেম চলার পর আবু বক্কর অন্যত্র বিয়ে ঠিক করে তার পরিবার। এ ঘটনার জ্বের ধরে রবিবার উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় । একপর্যায়ে বক্করের স্বজনরা ফাইমার স্বজনদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এ ঘটনার পর রোববার রাতে ফাইমা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

 মেয়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে ফাইমার মা বেবি আক্তার বাদি হয়ে আবু বক্করসহ এজাহারনামীয় ১৯ জন এবং আরো ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সোমবার দুপুরে মামলা দায়ের করেন । মামলার পর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।  গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল হক বলেন, কিশোরী আত্মহত্যা প্ররোচনা মামলায় তিনজনকে  গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা অন্যান্য আসামিদের  গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এ জাতীয় আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর