ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় করোনা কেড়ে নিল হাইওয়ে থানা পুলিশের এক সদস্যের প্রাণ। করোনা যুদ্ধে প্রাণ হারানো পুলিশ সদস্যের নাম শফিকু ইসলাম (৫১)। তিনি হাইওয়ে পুলিশের গাড়ি চালক হিসেবে নিয়োজিত ছিলেন। আজ শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফলে এ নিয়ে উপজেলায় মহামারী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাড়িঁয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার, পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।
হাইওয়ে পুলিশ জানায়, গেল ১৮ জুন তার দেহে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে শহরের ট্রমা হাসপাতালে গিয়ে নমুনা দেন। পরের দিন শফিকুল ইসলামের অবস্থা অবনতি হলে অর্থাৎ শরীরে প্রচন্ড জ্বর অনুভব করলে তাকে দ্রুত রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়। এর চারদিন পর গেল ২২ জুন তার রির্পোটে করোনা পজেটিভ আসে। ফলে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর জেলার রায়পুরা উপজেলায়।
পুুলিশ সদস্য শফিকুল ইসলামের মৃত্যুতে ভৈরবে দায়িত্বরত সকল পুুলিশ সদস্যসহ দেশের পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে বলে জানান, ভৈরব হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান।