
শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আশরাফ আলী (৪০) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন। শুক্রবার (১০ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মহিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রতন হোসেন জানান, নওগাঁ থেকে ঢাকাগামী একটি আমবোঝাই ট্রাক মহাসড়কের মহিপুর আসলে শুক্রবার সকাল ৭টার দিকে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালকসহ ৩জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে আশরাফ আলীর মৃত্যু হয়।
নিহত চালক আশরাফ আলী বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মানিকদিপা গ্রামের আব্দুল কাদের এর ছেলে। আরেকচালক শাহজালাল (৪৫) ও অজ্ঞাত চালকের সহকারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক দুটি আটক করা হয়েছে।